হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলে পাক (ﷺ) ইরশাদ করেন– তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না—
• ন্যায়পরায়ণ শাসক।
• রোযাদার ব্যক্তি; যতক্ষণ না ইফতার করে।
• এবং মজলুমের দুয়া।
কিয়ামাতের দিন আল্লাহ্ তায়ালা তার দোয়া মেঘমালার উপরে তুলে নিবেন এবং তার জন্য আসমানের দ্বারসমূহ খুলে দেয়া হবে এবং আল্লাহ তায়ালা বলবেন— আমার মর্যাদার শপথ!! আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো, একটু বিলম্বেই হোক না কেন।
#তথ্যসূত্রঃ [ইবনে মাজাহ, হা- ১৭৫২]
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سَعْدَانَ الْجُهَنِيِّ عَنْ سَعْدٍ أَبِي مُجَاهِدٍ الطَّائِيِّ وَكَانَ ثِقَةً عَنْ أَبِي مُدِلَّةَ وَكَانَ ثِقَةً عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ بِعِزَّتِي لَأَنْصُرَنَّك وَلَوْ بَعْدَ حِينٍ –
#প্রচারেঃ “দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদ।”