1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :

আড়াইহাজারে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডায় যুবক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়ার জের ধরে কিলঘুষিতে নাজিমুদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন শালমদী গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের কাছে থেকে নাজিমুদ্দিন ১,৫০০ টাকা ধার নিয়েছিলেন। ঘটনার দিন ইব্রাহিম পাওনা টাকা ফেরত চাইলে নাজিমুদ্দিন জানান, তার কাছে টাকা নেই এবং তিনি ধীরে ধীরে টাকা পরিশোধ করবেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম নাজিমুদ্দিনকে কিলঘুষি মারেন।

বাড়িতে ফিরে নাজিমুদ্দিন বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট