1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি সর্বত্র সমালোচনা: এবার মাসুদুজ্জামানের পাশে ‘ওসমানীয় ঘনিষ্ঠ’ পলাতক কাউন্সিলর ! মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ

ফতুল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকায় লামিয়া আক্তার ফিজি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে মনিরুল ইসলাম মনুর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লামিয়া আক্তার ফিজি ফতুল্লার দেওভোগ বাশমুলী এলাকার মীর মোহাম্মদ আলীর মেয়ে। তার পরিবারের অভিযোগ, স্বামী মুন্না মোল্লা ও শ্বশুরবাড়ির সদস্যরা পরিকল্পিতভাবে লামিয়াকে হত্যা করে জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছে।

নিহতের বড় ভাই আরাফাত জানান, করোনাকালে লামিয়ার বিয়ে হয় মুন্না মোল্লার সঙ্গে। বিয়ের সময় মুন্না তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে নিজেকে ব্যবসায়ী পরিচয় দেন। বিয়ের পর জানা যায়, মুন্নার একটি প্রথম স্ত্রী রয়েছে এবং তিনি বেকার। এরপর থেকেই লামিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

আরাফাত আরও জানান, লামিয়া শ্বশুরবাড়িতে একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়। নির্যাতনের বিষয়ে স্থানীয় সালিশ থেকে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। তাদের সংসারে একটি দুই বছরের পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন নির্যাতন সহ্য করলেও লামিয়া স্বামীর সংসার রক্ষা করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত লামিয়াকে নির্মমভাবে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা আত্মগোপনে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তোফাজ্জল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট