1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

শিক্ষার্থীদের হাতে ছাত্রলীগ কর্মী আটক, হত্যা চেষ্টা মামলায় আদালতে প্রেরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধিতাকারী এক ছাত্রলীগ কর্মী, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে গিয়ে ধরা খেয়েছে। পরে তাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ কর্মীর নাম নেছার খাঁন। তিনি গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছিলেন। তথ্যটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

গ্রিন ইউনিভার্সিটি সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে নেছার খাঁনকে বহিষ্কার করা হয়। তিনি ছাত্রলীগ কর্মী ছিলেন। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাধারণ ছাত্রদের বিরোধিতা করে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল।

বৃহস্পতিবার দুপুরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এসময় অন্যান্য শিক্ষার্থীরা নেছারকে চিনতে পেরে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে নেছারকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধিতাকারী এক ছাত্রলীগ কর্মী আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে। এছাড়া রূপগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট