
আমরা বেঁচেই আছি আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য
নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় আমির
.
আমার বাড়ি নোয়াখালী। আমি গত দুই মাসে নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে প্রায় দুইশটি ওয়াজের রেকর্ড পেয়েছি, যেখানে ওয়াজকারীরা নির্বিঘ্নে ওয়াজের নামে হেযবুত তওহীদ আন্দোলনের বিরুদ্ধে ডাহা ডাহা মিথ্যাচার, অপপ্রচার চালিয়েছে। সাধারণ মানুষ আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তারা পরকালে জান্নাতে যেতে চায়। তারা ইসলামের আলোচনা শুনে ইহকাল ও পরকালের কল্যাণ হাসিল করতে ওই সমস্ত জলসাগুলোতে যান।
কিন্তু আমরা গত দুই মাসে যে শ দুইয়েক ওয়াজের রেকর্ড পেয়েছি যেখানে আলেমরা কোর’আন হাদিসের কথা না বলে হেযবুত তওহীদের বিরুদ্ধে এমন সব মিথ্যাচার ও অপপ্রচার করেছেন যা ইসলামের শিক্ষার বিপরীত। কতিপয় ধর্মব্যবসায়ী আলেম পরিকল্পিতভাবে হেযবুত তওহীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে। আমি দেখেছি তাদের ওয়াজের ধরন, দেখেছি তারা কীভাবে জনগণকে উত্তেজিত করে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিল করে। তাদের মিথ্যা আস্ফালন, মিথ্যা ষড়যন্ত্র, প্রোপাগাণ্ডা সবকিছু আমাদের কাছে পরিষ্কার।
আমি সেই ধর্মব্যবসায়ীদের উদ্দেশে বলতে চাই, তোমরা ভুলে যেও না বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ইতোমধ্যে হেযবুত তওহীদের সাথে একাত্ততা পোষণ করেছে এবং তারা ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের জন্য জীবন দিতে তৈরি। তারা বেঁচেই আছে ধর্মব্যবসায়ীদের হাতে কুক্ষিগত হওয়া ইসলামকে উদ্ধার করে মানবতার কল্যাণে মানবজাতিকে উপহার দেওয়ার জন্য। তোমরা আমাদেরকে চিনতে ভুল করেছ। আমরা হেযবুত তওহীদের প্রতিটি সদস্য সারাক্ষণ এই প্রতীক্ষা করি, আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আমরা যোদ্ধা, আমরা তোমাদের মতো ফেতনাবাজ নই। তোমাদের কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী আমরা শপথ গ্রহণ করেছি। ইনশাল্লাহ, তোমরাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য আজ লাখো কোটি মানুষ প্রস্তুত