1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

সুরুজ আলী মাদবর হত্যার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিবাদ -যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ: আওয়ামী লীগ নেতা সুরুজ আলী মাদবরকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বাদ যোহর কাশীপুর ইউনিয়ন উত্তর নরসিংপুর এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বলেন, একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা মানে অংসখ্য মানুষকে হত্যার সমান। সুরুজ ভাই ভালো মানুষ ছিলেন। তাকে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানাই। দেশে আইন আছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন আমরা হাতে তুলে নিতে পারবো না। সুরুজ ভাই শুধু আওয়ামী লীগের নেতা না, তাকে কাশিপুরের সন্তান হিসাবে দেখবো। আমরা চাই না কাশিপুরে আর কখনো এমন কোনো ঘটনা ঘটুক। 

তিনি আরও বলেন, মৃত্যুর পর আমাকে শুধুমাত্র একটি কাফনের কাপড় দিয়ে দাফন করবে। অথচ আমি টাকার পিছনে ছুটছি। মাদকের টাকা হারাম টাকা কি আমাকে মৃত্যুর পর শান্তি দিতে পারবে?  সুতরাং ধৈর্য ধরুন। কেউ যদি সুরুজ আলী ভাইয়ের মৃত্যুর সাথে জড়িত থাকে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম আহম্মেদ মেম্বার এর সভাপতিত্বে এবং কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জুয়েল হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম মেম্বার, আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম, মোঃ আমজাদ হোসেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন ও মোঃ সুরুজ আলী মাদবরের সন্তান মুন্না আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট