1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে বন্দরে স্টার পারটেক্স গ্রুপে শ্রমিক বিক্ষোভ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে  স্টার পারটেক্স গ্রুপের বিক্ষুব্ধ ৫ শতাধিক শ্রমিক।  বুধবার সকালে হরিপুর এলাকায় প্রতিষ্ঠানের  সামনে হরিপুর-বন্দর সংযোগ সড়কে এ অবরোধ ও  বিক্ষোভ করে শ্রমিকরা ।   এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হক  ও বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা। 

শ্রমিকদের অভিযোগ, দুই বছরের চিকিৎসা ভাতা ও চলতি মাস সহ তিন মাসে বকেয়া বেতন না দিয়ে শ্রমিকদের  জোর পূর্বক কাজ করাচ্ছেন।  বাসা ভাড়া, দোকানের বকেয়া বাকি পড়ে আছে তিন মাস।  বাকী পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দোকানদারদের অনীহায় অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে মানববেতর জীবন যাপন চলছে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হক জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।   মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি বিষয়টি  সমাধান হয়েছে।

স্টার পারটেক্স বোর্ড মিলের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল আমিন বলেন, আগামী ১০ জুলাই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এ শর্তে বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুরে  কাজে যোগদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট