1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

বিশ্বাস-আস্থা আর বন্ধুত্বের বন্ধনে একটি মডেল সংগঠন হবে জিলা স্কুলের ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের প্রচেষ্টায়-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ “আমরা স্বপ্ন বুনি বন্ধুত্বের মায়ায়, পথ চলি বন্ধু তার ছায়ায়” -এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনাজপুর জিলা স্কুলের ২০০১ সালের ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টায় দিনাজপুরে এই প্রথম বিদ্যালয় ভিত্তিক অলাভজনক, সমাজসেবা প্রতিষ্ঠান, বন্ধুত্বের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখতে এবং একে অপরের বিপদে এগিয়ে আসার মানসিকতাকে হৃদয়ে লালন ও ধারণ করার মধ্যে দিয়ে উদ্বোধন হলো ওয়েরফেয়ার ফাউন্ডেশন বাই দিনাজপুর জিলা স্কুল-২০০১ ব্যাচের মাধ্যমে।
দিনাজপুর জিলা স্কুল মাঠ চত্বরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফাউন্ডেশন এর উদ্বোধণ ও লগো’র উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আহবায়ক মোঃ আতিয়ার রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাদুরবাড়ী গ্রান্ড রিসোর্ট এর সত্ত্বাধিকারী ও সংগঠনের উপদেষ্টা আব্দুল মমিন, পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর মীর সাজ্জাদ, দিনাজপুর চেক আপ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর ও সংগঠনের উপদেষ্টা ড. মাহবুব মোর্শেদ তমাল, জেলা শিক্ষা অফিসার ও সংগঠনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম। ফাউন্ডেশনের কিছু কথা তুলে বক্তব্য রাখেন ব্যাচের ছাত্র এএসএম খায়রুল বাশার সজল। অনুষ্ঠানে সম্মানীত উপদেষ্টাদের সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট ও জেলা স্কুলের শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ, শহিদুল ইসলাম, মনুরুল কাদির, কার্তিক চন্দ্র পাল, ফেরদৌসী বেগম’কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ফাউন্ডেশন কর্তৃক উপকারভোগী সদস্য মকসেদুল করিম তার অনুভূতি ব্যক্ত করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সদস্য মফিজার রহমান। বক্তারা বলেন বিশ্বাস-আস্থা আর বন্ধুত্বের বন্ধনে একটি মডেল সংগঠন হবে জিলা স্কুলের ২০০১ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রচেষ্টায়। এই ফাউন্ডেশনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান, জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রতিবছর মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, বৃক্ষরোপন কর্মসূচী দিনাজপুর শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ যানজট মুক্ত একটি শহর প্রতিষ্ঠা করা সহ সকল প্রকার সামাজিক কর্মকান্ডে অবদান রাখবে। শেষে জিলা স্কুলের ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করাতে আমরা আনন্দিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট