যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টাকারী এক যুবককে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব ১১ এর এসপি উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মো. আব্দুল রশিদ।
গ্রেফতার যুবক আল আমীন ওরফে আক্কা বাক্কা আলামিন (২৪) গাইবান্ধার বল্লমজা এলাকার মো. সিদ্দিকের ছেলে।
আহতরা হলেন— ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২), মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় ওই হামলা চেষ্টার ঘটনা ঘটে। হামলায় এনসিপির দুজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন নেতাকর্মীরা।
এদিকে, হামলার চেষ্টার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান এর নেতৃত্বে ফতুলা থানা পুলিশ ও র্যাব ১১ এর একটি টিম বুধবার রাত সাড়ে ১২টার সময় অভিযান চালিয়ে হামলার চেষ্টাকারী যুবক আল আমিনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এক যুবক আবদুল্লাহ আল আমিনের পেছনে অনুসরন করে। নেতাকর্মীদের সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার পরিহিত জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। পরে সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির দুজন কর্মীকে আহত করে। ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। এসময় ওই যুবক জানায়, তাকে এক বড় ভাই চাপাতি নিয়ে এখানে আসতে বলেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই যুবকের আরও বেশ কিছু অনুসারী জড়ো হয়ে হামলার চেষ্টাকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আবদুল্লাহ আল আমিনকে গাড়িতে উঠিয়ে নিরাপদে সরিয়ে দেয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত