যুগের নারায়ণগঞ্জ:
পূণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জেয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর দুইদিন
ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জিয়ারত ও শহীদ সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী আয়োজনের শোভাযাত্রা ও সাংবাদিকদের মিলনমেলা উৎসব শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হাকিম রানা।
এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি যোসেফ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি মোফাজ্জেল হোসেন, জাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুসহ সংগঠনের জাতীয়, জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সমাবেশে সারাদেশের সাংবাদিকদের রুটি রুজি ও স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠাসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ করার দাবি জানানো হয়।
এতে বিএমএসএফের ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত সাংবাদিক ও বিএমএসএফ নেতৃবৃন্দ অংশ নিচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ১৪ দফা দাবি আদায়ে বাকি ৭ বিভাগে সমাবেশের ঘোষণা করা হবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত