যুগের নারায়ণগঞ্জ:
মাদক ব্যবসার আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে সংঘটিত রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় চারজন আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মো. আলী (৪৮), সজিব (২৪)।
ডিবি জানায়, গত ১২ জানুয়ারি রাতে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে রামদা, চাপাতি, ছোরা, চাকুসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রায়হান মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন মূল আসামিকে গ্রেপ্তার করে।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃত আসামি শরিফকে বুধবার (১৪ জানুয়ারি) আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। অপর আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত