1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

প্রার্থিতা ফিরে পেলেন মাকসুদ ও দুলাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জের আরও দুই স্বতন্ত্র প্রার্থী। সোমবার (১২ জানুয়ারি) ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি শেষে তাদের বৈধ বলে ঘোষনা করা হয়।

তারা হলেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল।

এর আগে গত শনি ও রবিবার আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভূঁইয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদ।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটানিং কর্মকর্তা রায়হান কবির। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তারা।

এছাড়া আগামী ১৪, ১৬ ও ১৭ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চারটি আপিল এবং একজন প্রার্থীর বিরুদ্ধে একটি আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট