1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে রাম দা নিয়ে ঘোরাফেরার প্রতিবাদ করায় ঘুমন্ত একটি পরিবারের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে ঘরের ব্যাপক ভাঙচুর হলেও অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লা থানার পাগলা পূর্ব মুসলিমপুর এলাকার শিরিন ভিলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পূর্ব মুসলিমপুর এলাকার ইটালির বাড়ির ভাড়াটিয়া নাঈম (৩৫) প্রকাশ্যে দেশীয় অস্ত্র রাম দা নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া (৪০) বিষয়টির প্রতিবাদ করলে নাঈম ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে গভীর রাতে নাঈম তার ভাই রোমান (৩০) ও অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে সঙ্গে নিয়ে সেলিম মিয়ার ঘরের ভেতরে দুটি হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। বোমার বিস্ফোরণে ঘরের থাই গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে ভেতরে ঢুকে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় সেলিম মিয়া, তার স্ত্রী ও তাদের শিশু কন্যা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং মুহূর্তেই ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর নাঈম বাড়ির নিচে দাঁড়িয়ে সেলিম মিয়াকে গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি পূর্ব পারিবারিক দ্বন্দ্বের জের বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর নাঈম রাম দা নিয়ে সেলিম মিয়ার বাসার সামনে অবস্থান করে আবার চলে যান। পরে মধ্যরাতে লাল কস্টটেপ মোড়ানো বোমা সদৃশ পটকার বিস্ফোরণ ঘটে।

ওসি আরও জানান, ঘটনার পর রাতেই নাঈমকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট