1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর আটক সাবেক যুবদল ও ছাত্রদল নেতাসহ সাতজন মুচলেকায় ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

শনিবার (১০ জানুয়ারি) রাত নয়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে সেহাচর এলাকায় দুপুরে সংঘর্ষের পর আটক হন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ আটজন।

তাদের মধ্যে একজন ছাড়া বাকিদের উভয়পক্ষের মুচলেকায় ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি আব্দুল মান্নান।

দুই নেতা ছাড়া অন্যরা হলেন: আকাশ, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।

ওসি বলেন, “আটকের পর জুয়েল নামে একজনের কাছ থেকে হেরোইন পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

এর আগে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এক খুদে বার্তায় জানান, বেলা এগারোটার দিকে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টারের বাড়িতে হামলা চালায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও তার লোকজন।

পরে এ নিয়ে উভপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

তবে, পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দিয়ে ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়। তবে, প্রাথমিকভাবে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেলেও পরে এর সত্যতা পাওয়া যায়নি।”

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ‘পটকা’ ও আটক ব্যক্তিদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট