1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

জালকুড়িতে অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জালকুড়িতে পরিবেশ দূষণের অভিযোগে একটি অবৈধ শিল্পকারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি (সিদ্ধিরগঞ্জ), তিতাস গ্যাস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অভিযানকালে সদর উপজেলার জালকুড়ি এলাকার ‘জাগরণ ডাইং’ নামের কারখানাটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কারখানাটির বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট