যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে ধর্ষণ মামলার আসামি সাগর বাদশাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে উত্তর লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১২(১২)২৫ নম্বর মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত সাগর বাদশা কুমিল্লা জেলার মেঘনা থানার ঢালীভাঙ্গা এলাকার নান্নু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর বন্দর থানাধীন রুপালী আবাসিক এলাকার সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ উত্তর লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত