1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ফতুল্লায় মাদক ও দেশীয় অস্ত্রের আস্তানা থেকে ‘ফাইটার মনির’ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় এক বিশেষ অভিযানে বেশকিছু দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে চিহ্নিত এক মাদক বিক্রেতাকেও।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার একটি দোতলা ভবনে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালায় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
গ্রেপ্তার ব্যক্তি মনির হোসেন ওরফে ফাইটার মনির (৪০) মাসদাইর এলাকার বাসিন্দা সাইদুর রহমানের ছেলে।

মাদকি বিক্রেতা মনির চিহ্নিত সন্ত্রাসী জাহিদ হোসেনও ঘনিষ্ঠ সহযোগী বলেও জানিয়েছে পুলিশ।

অভিযানে জব্দ করা হয় দু’টি স্টিলের তৈরি বড় ছুরি, একটি রাম দা, তিনটি দা, একটি ডেগার, একটি সামুরাই (ধারালো অস্ত্র), আটটি ছোট-বড় ছুরি, দু’টি চাপাতি, একটি করাত, লোহা কাটার ও হাতুড়ি এবং তিনটি পাইপ।

এছাড়া, গ্রেপ্তার ব্যক্তির ঘর থেকে একটি কম্পিউটারের সিপিইউ, দু’টি মনিটর, ২৪ পুরিয়া গাঁজা, গাঁজা মাপার যন্ত্রও জব্দ করেছে পুলিশ।

তারেক আল মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মনিরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে মাদক ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

মনিরের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদক বিক্রি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ইতোপূর্বেও মামলা রয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গাজী শামীম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট