যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে ২২২ পিস ইয়াবা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মোহাম্মদ শরীফ হোসেন (৩৩)।
তিনি একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানীয় উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন দরগা বাড়ি মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামীর নিজ বাড়ি থেকে ২২২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পিস্তল (আগ্নেয়াস্ত্র), দুই রাউন্ড গুলি (ম্যাগাজিন) ছাড়াও দেশীয় অস্ত্র দা ও কুড়াল উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, গ্রেপ্তারকৃত শরীফ হোসেন দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেপ্তারকৃত আসামীর পরিচয়— নাম: মোহাম্মদ শরীফ হোসেন (৩৩)
পিতা: শাহাবুদ্দিন মিয়া
মাতা: সাজেদা বেগম
ঠিকানা: বাসা নং–৩, ব্লক–বি, রোড–১, দরগা বাড়ি মসজিদ রোড
থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত