যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জানাজা ও দাফনে অংশ নেওয়ার পরও মনে হয় তিনি এখনও আমাদের মাঝেই আছেন। তিনি বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি দেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের জন্য আজীবন সংগ্রাম করেছেন।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার পুরো জীবন ছিল সংগ্রামের জীবন। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক লড়াই—সবখানেই তার ভূমিকা ছিল আত্মত্যাগের। “তিনি নিজের জীবন, চিকিৎসা কিংবা ব্যক্তিগত সুখের কথা ভাবেননি। দেশ ও দেশের মানুষকেই সবচেয়ে বেশি ভালোবেসেছেন,” বলেন মামুন মাহমুদ।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অবর্তমানে ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপি নেতৃত্বশূন্য হয়ে পড়বে। কিন্তু বাস্তবে বিএনপির সামনে এখনো শক্ত নেতৃত্ব রয়েছে। “তারেক রহমানের মধ্যেই আমরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখি। তারেক রহমানই আমাদের আস্থার জায়গা,” বলেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, বিএনপি ও জোট প্রার্থীদের বিজয়ী করতে পারলে দেশ গণতন্ত্র ও স্বাধীনতার পথে ফিরে যাবে। তিনি বলেন, “তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছেন, তাকে খালেদা জিয়া মনে করেই ভোট দিতে হবে। এই আসনে মনির হোসেন কাসেমীকে বিজয়ী করতে পারলে গণতান্ত্রিক বাংলাদেশের পথ সুগম হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতি মাওলানা মনির হোসেন কাসেমী, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল বারী ভূঁইয়া, সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরি সহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত