1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণচেষ্টা, আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন ও পথচারীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-চ ১৯-৪৬১১), একটি হ্যান্ডকাফ ও একটি ভুয়া পুলিশ আইডি কার্ড জব্দ করা হয়েছে।

আটকরা হলেন শরিয়তপুরের নড়িয়া থানাধীন উপশি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে সুমন মিয়া (৪২) এবং গাজীপুরের কালিগঞ্জ থানাধীন কলাপাটুয়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে হাছান মোহাম্মদ হৃদয় (৩০)।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) মাহতাব জানান, ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক পথচারীকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় ফুটপাতের দোকানদার ও স্থানীয় লোকজন দুইজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন কৌশলে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা আটককৃতদের মারধর করে এবং ব্যবহৃত মাইক্রোবাসটি ভাঙচুর করে। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে থানায় নিয়ে আসে এবং তাদের কাছ থেকে মাইক্রোবাস, হ্যান্ডকাফ ও ভুয়া পুলিশ আইডি কার্ড জব্দ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট