যুগের নারায়ণগঞ্জ:
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর ২নং রেলগেইট এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ প্রার্থণা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থণা সভার শুরুতে আপসহীন এ নেত্রীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে গভীর শোক প্রকাশ করে অনুষ্ঠান শুরু হয়।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। জাতীয় জীবনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং গণতন্ত্রের সুদৃঢ়তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুন দেবনাথের সঞ্চালনায় এ প্রার্থণা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের সহ সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সুব্রত কুমার সাহা, অসিম বড়ুয়া, সুজন দাস, জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, অজয় সূত্রধর, প্রশান্ত কুমার সাহা, তপন চন্দ্র ধর, তুলশী ঘোষ, জিতু দাস, কিশোর দাস, সুমন ঘোষ, কৃষ্ণপদ মজুমদার, সত্যরঞ্জন দেবনাথ, কিশোর দাস, ইন্দ্রজিৎ রায়, প্রবাস চন্দ্র বিশ্বাস, রঞ্জিত দাস, ভবন বর্মন, পনির বর্মন, উজ্জ্বল রায়, মিঠু চক্রবর্তী, বান্টি কর্মকার ও তন্বী ঘোষ সহ জেলা ও মহানগর ঐক্য পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত