1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকুলের দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়ায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অজিত সাহার উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দেওভোগ আখড়া মন্দিরে গীতা পাঠ, প্রসাদ বিতরণ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “আজ আমরা শোকাহত। আমাদের আপোষহীন নেত্রী ৩০ তারিখ আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, “এই আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। শুধু এটুকু বলবো—আমরা যে সময় পার করেছি, তার যেন আর পুনরাবৃত্তি না হয়, সেই প্রস্তুতি সবাইকে নিতে হবে। খালেদা জিয়া জনগণের নেত্রী ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই।”

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর প্রয়াণে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী নেত্রীকে হারিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সকল মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামল মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অজিত সাহা, আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সোলেমান সরকার, দিদার খন্দকার, শফিউদ্দিন সোহেল ও মোনছুর উদ্দিন পলিনসহ অন্যান্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট