1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

আড়াইহাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কামরানিরচর বাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি করার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং পরিচালনা করা হয়।

অভিযানের সময় দেখা যায়, এলপিজি সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে সততা এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। তিনি বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দ-নীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট