যুগের নারায়ণগঞ্জ:
কর্মী-সমর্থকদের নিয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১ টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন, সাবেক সদর চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ও তার আইনজীবীরা।
নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রার্থী পাঁচ জন সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। কিন্তু শাহ আলম মনোনয়নপত্র জমা দেয়ার সময় জেলা রিটার্নিং অফিসার কক্ষেই ১০ থেকে ১২জন কর্মী-সমর্থক নিয়ে যান। এছাড়া কার্যালয় প্রঙ্গণে আরও ৫০ থেকে ৬০জন অনুসারীদের দেখা যায়।
প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করে পরাজিত হন। পরবর্তীতে ২০১৮ সালে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু সে সময় এ আসনে দলটি তাদের জোটের প্রার্থীকে আসনটি ছেড়ে দেয়। ত্রয়োদশ নির্বাচনেও বিএনপি আসনটি জোটের প্রার্থীকে ছেড়ে দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত