
যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, সহ-সভাপতি মোহাম্মদ নুরে আলম, সদর থানা সভাপতি মেজবাহ উদ্দিন এবং ব্যবসায়ী আবু মাসুদ।
এসময় জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।