যুগের নারায়ণগঞ্জ:
অসুস্থতায় মানবেতর জীবন কাটছে জ্যেষ্ঠ ফটো সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির, নারায়ণগঞ্জের সংবাদ জগতের পরিচিত মুখ, সিনিয়র ফটো সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচি গত দুই বছর ধরে মেরুদণ্ডের জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। নব্বইয়ের দশকের তুখোড় এই ফটো সাংবাদিক বর্তমানে শারীরিক ও মানসিকভাবে কঠিন সময় পার করছেন।
হাজী মাহমুদ হাসান কচির পেশাদার কর্মজীবন শুরু হয় নব্বইয়ের দশকে তৎকালীন জনপ্রিয় জাতীয় দৈনিক 'শক্তি' এবং দেশের অন্যতম আলোচিত ম্যাগাজিন 'অপরাধ চিত্র' ও 'সংবাদ চিত্র'-এর মাধ্যমে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি সাহসিকতার সাথে ক্যামেরাবন্দি করেছেন অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত।
তিনি কাজ করেছেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক প্রথম সারির গণমাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:দৈনিক মিল্লাত,দৈনিক রূপালী,আজকের কাগজ,লাল সবুজ।
পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি সাংবাদিকদের অধিকার আদায়েও ছিলেন সোচ্চার। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক 'সংবাদ সারাবেলা' এবং স্থানীয় জনপ্রিয় পত্রিকা 'দৈনিক ডান্ডিবার্তা'-য় সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
বিগত দুই বছর ধরে মেরুদণ্ডের গুরুতর সমস্যায় ভুগছেন মাহমুদুল হাসান কচি। এই দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে তার স্বাভাবিক চলাফেরা ও পেশাগত কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তার পরিবার ও সহকর্মীরা এই গুণী সংবাদকর্মীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ এই সিনিয়র ফটো সাংবাদিকের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছেন।
এমতাবস্থায় ২৮ তারিখ রবিবার রাতে তার বাসায় জান নারায়ণগঞ্জ মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন।
এ সময় তার রোগ মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত