যুগের নারায়ণগঞ্জ:
ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সোনারগাঁ থানাধীন কাইকেরটেক ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কলাগাছিয়া নৌ পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় এলাকাবাসী নদীতে একটি অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকের মৃত্যু ৫ থেকে ৬ দিন আগে হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত