1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বন্দরে ৩ অপরাধী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চোর ও ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন বন্দর থানার একরামপুর সিএসডি এলাকার জহর আলী মিয়ার ছেলে শাকিল (২৮), একই থানার পাতাকাটা এলাকার রুহুল আমিন মিয়ার ছেলে ইয়ামিন (২৬) এবং সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকার কাশি নাথের ছেলে অনিক দাস (৩২)।

পুলিশ জানায়, রোববার (২১ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট