যুগের নারায়ণগঞ্জ:
ওসমান হাদি হত্যার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টায় নগরীর চাষাঢ়া শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জয় হাসান এবং অর্থ সম্পাদক নাদিয়াতুল কাশফিয়া।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “পাঁচ আগস্টের পর যে বৈষম্যের অবসান আমরা প্রত্যাশা করেছিলাম, দেড় বছর পেরিয়ে আজ তার কোনো বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং আইনশৃঙ্খলার চরম অবনতি, মব ভায়োলেন্স, খুন, কবর থেকে লাশ তুলে আগুন দেওয়ার মতো ভয়াবহ ঘটনাগুলো ঘটছে। মাজার-দরগাহ ভাঙচুর, সাংস্কৃতিক কর্মকা-ের ওপর আক্রমণ এবং দিনে-দুপুরে একজন জুলাই যোদ্ধাকে গুলি করার ঘটনাও আমরা দেখেছি।”
নেতৃবৃন্দ অভিযোগ করেন, হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে একটি উগ্রবাদী গোষ্ঠী প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। ধর্মীয় অবমাননার অজুহাতে ময়মনসিংহে একজন মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটেছে। তারা দাবি করেন, এই উগ্রবাদী গোষ্ঠী মূলত আওয়ামী লীগ ও ভারতের স্বার্থ রক্ষায় দেশকে অস্থিতিশীল করে তুলছে এবং যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করতে চায়।
বক্তারা আরও বলেন, “ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন এবং তিনি গণতান্ত্রিক রূপান্তর চেয়েছিলেন। জনগণের প্রতি আমাদের আহ্বান, এই অপশক্তিকে প্রত্যাখ্যান করুন। আমরা জুলাইয়ের আন্দোলনকে হারতে দিতে পারি না। শহীদ ওসমান হাদি, আবু সাইদ ও মীর মুগ্ধদের অপূর্ণ লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব।”
সমাবেশ থেকে হাদী হত্যার দ্রুত বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং সার্বিক জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে সর্বশক্তি দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত