যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে পারিবারিক কলহের জের ধরে স্বামী নয়ন (২৮) তার শ্বশুরবাড়িতে স্ত্রী জেরিনা আক্তারের শয়ন কক্ষে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেছেন। এই ঘটনায় স্থানীয় জনতা নয়নকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ নয়নকে আলামতসহ আদালতে প্রেরণ করেছে। ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
আটক নয়ন আড়াইহাজার থানার বিষ্ণুপুরা এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত গভীর রাতে নয়ন স্ত্রীকে তার শয়ন কক্ষে আটকে রেখে পেট্রোল ছড়িয়ে আগুন লাগান। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারের অন্যান্য সদস্যেরা চিৎকার শুনে এগিয়ে আসেন। নয়ন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন।
বাদী আমিনুল হক বলেন, নয়ন মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে স্ত্রীর ওপর যৌতুকের চাপ দিত। স্ত্রী নিরাপদে থাকার জন্য আমার বাড়িতে অবস্থান করছিল। ওই রাতে নয়ন এসে আগুন লাগিয়ে প্রাণহানির চেষ্টা করে।
আড়াইহাজার থানার ওসি মোলাম মোক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত