যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে কলেজ ছাত্র হাসান শাহরিয়ার (১৮) নিখোঁজ হয়েছেন। তিনি বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগর এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে এবং নারায়ণগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি হাসান শাহরিয়ার। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ শিক্ষার্থীর পিতা শাখাওয়াত হোসেন বলেন, “আমার ছেলে সন্ধ্যায় রাস্তায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা খুবই উদ্বিগ্ন।”
এ ঘটনায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
কেউ হাসান শাহরিয়ারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত