যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৫টা ৩৪ মিনিটে তোপধ্বনির পর শহরের চাষাঢ়ায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সায়মা রাইয়ান, মো. তারিকুল ইসলাম, খন্দকার শমিত রাজা প্রমুখ।
জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর জেলা পুলিশসহ অন্যান্য সরকারি দপ্তর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে চাষাড়া বিজয়স্তম্ভ অন্যান্য রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-নাগরিক সংগঠনের জন্য উন্মুক্ত করা হয়।
শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, বাসদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত