যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সামাজিক ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ এস এম এনামুল হক প্রিন্সকে দুটি সম্মাননায় ভূষিত করা হয়েছে। আনন্দধামের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে “আনন্দধাম সোশ্যাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০২৫” এবং “আনন্দধাম লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান করা হয়।
গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় চাষাঢ়া এলাকার গ্রীন অ্যাপেল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আনন্দধাম সোশ্যাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রিন্সের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অপরদিকে, আনন্দধাম লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করেন ইউনেস্কো ক্লাব অব সোনারগাঁয়ের সভাপতি মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দধামের চেয়ারম্যান তানভীর হায়দার খান, নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো. মারুফ, মহাসচিব আব্দুল কাইয়ুম আল আমিন, অতিরিক্ত মহাসচিব এস এম ইলিয়াস মামুন, যুগ্ম মহাসচিব খোকন গাজী, যুগ্ম সাহিত্য পরিচালক জাহাঙ্গীর ডালিম, কবি মৃতুঞ্জয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত