যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামে এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত নিজাম উদ্দিন দিনাজপুরের খানসামা থানার আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। দুই বছর পর সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি স্ত্রী মনিরা বেগম (২১) ও পাঁচ বছরের কন্যা নাফিসাকে নিয়ে হাজীগঞ্জে বাস করতেন। একই ভবনের চতুর্থ তলায় থাকতেন তার শ্বশুর–শাশুড়ি।
স্ত্রীর দাবি : রাত আড়াইটায় স্বামীকে ফাঁস দিতে দেখেন
মনিরা বেগম জানান, তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বুধবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্বামীর সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটিও হয়।
মনিরার দাবি, রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ পেয়ে তিনি জেগে দেখেন— তার ওড়না দিয়ে জানালার গ্রিলে ফাঁস দিয়ে ঝুলছেন নিজাম উদ্দিন। চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে নিচে নামায়। তবে হাসপাতালে নেওয়ার কথা উঠলেও নিহতের বড় ভাই ও স্বজনরা তা করতে দেননি বলে তিনি জানান।
পরিবারের অভিযোগ: মরদেহে ছিল রক্ত, আত্মহত্যা নয়
নিহতের বড় ভাই মইনুদ্দিন দাবি করেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিছানায় ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। নাক-মুখে রক্ত দেখা যায়। তাদের সন্দেহ, এটি আত্মহত্যা নয়, বরং অন্য কোনো কারণ থাকতে পারে। পরে তারা পুলিশে খবর দিলে ভোরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ বলছে—ঘটনা রহস্যজনক
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি প্রথম দৃষ্টিতে রহস্যজনক হওয়ায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা— তা জানতে আমরা নিহতের পরিবার, স্ত্রী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
স্থানীয়দের মধ্যে নানা জল্পনা
একই ভবনে শ্বশুর–শাশুড়ির অবস্থান, দাম্পত্য কলহ, স্ত্রী–পরিবারের বর্ণনার অসামঞ্জস্য ও মরদেহে রক্ত পাওয়ার কথাসহ বিভিন্ন বিষয়কে ঘিরে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশ তদন্তের ফলাফলের দিকে এখন সবার দৃষ্টি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত