যুগের নারায়ণগঞ্জ:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীের শুদ্ধতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র্যালি বের করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, “আমাদের ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা ও পারিবারিক শিক্ষায় ঘাটতি আছে। যার ফলে সমাজের প্রায় প্রত্যেক ক্ষেত্রেই কমবেশি দুর্নীতি ঘটে। সুযোগ পেলেই আমরা অনেকেই ক্ষমতার অপব্যবহার করি। যার যার অবস্থান থেকে খারাপ প্র্যাকটিস বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত থাকতে ধর্মীয় শিক্ষা খুব জরুরি। প্রত্যেকে নিজের জায়গা থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করলে মানুষ পরিপূর্ণ সেবা পাবে। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন।”
তিনি উল্লেখ করেন, “অনেক সময় সঠিক সময়ে অ্যাকশন না নেওয়ার কারণেও দুর্নীতি ছড়িয়ে পড়ে। সবাই মিলে চেষ্টা করলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।”
নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মুহাম্মদ আহসান শহীদ সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবুল কৃষ্ণ সাহা প্রমুখ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত