1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় এনসিপি প্রার্থীকে ধারালো অস্ত্রে হামলার চেষ্টা, আহত ২ সোনারগাঁয়ে শিক্ষকের ওপর হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ ফতুল্লায় রায়হান মোল্লাকে কুপিয়ে হত্যা, চার আসামি গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীকে মব আখ্যা দিয়ে হেনস্থা, আইনজীবীদের বাধা নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার ৫৫ কোটি টাকার রাস্তা এখন বন্দরবাসীর গলারকাটা! সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ জরুরি-সালমা খাতুন ফতুল্লায় ট্রাকচাপায় প্রানগেল বিচারপ্রার্থীর রূপগঞ্জে বিদেশি রিভলবার-গুলিসহ সন্ত্রাসী হেলাল গ্রেপ্তার

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের শিমুল ও মিতু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা অর্জন করেছেন নারায়ণগঞ্জের দুই স্বেচ্ছাসেবক- নাজিবুল আলম শিমুল ও জান্নাতুল ফেরদৌসি মিতু।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রূপগঞ্জের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় দেশের আট বিভাগ থেকে আগত স্বেচ্ছাসেবকদের নিবন্ধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার।

পরে মহাপরিচালক সারা দেশ থেকে বাছাইকৃত ২২ জন স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ তালিকায় নারায়ণগঞ্জ জেলা থেকে নির্বাচিত হন দুই স্বেচ্ছাসেবক শিমুল ও মিতু। মহাপরিচালক তার বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের সাহসী, নিবেদিতপ্রাণ ও মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগে স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও দেশপ্রেম বাংলাদেশকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রমের বাস্তব মহড়া উপভোগ করেন। তার ভাষণে তিনি বলেন, “আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের কাজকে এগিয়ে নেওয়া এবং উৎসাহিত করার একটি সুবর্ণ সুযোগ।” তিনি বিশ্বজুড়ে সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানান।

পরে স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট