যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ সময় গ্রেপ্তার করা হয় এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া (৩০)–কে।
তিনি মাছিমপুর কান্তিকপাড়া এলাকার কুখ্যাত ভূমিদস্যু ইয়াকুব মিয়ার ছেলে।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনা সদস্যরা মোট ৭টি দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করেন।
রূপগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ জানান, জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেছে যে তার সহযোগী আরমানের কাছেও একটি পিস্তল রয়েছে।
তিনি বলেন, “অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি।”
অভিযান শেষে গ্রেপ্তার হওয়া সোহাগ মিয়াকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত