1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের নেত্রী-খোরশেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দর উপজেলার ২৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায় দোয়া পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই আজ এখানে এসেছি। গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করতে এখানে সমবেত হয়েছি। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি এ দেশের নেত্রী। আওয়ামী লীগ সারা দেশে যে লুটপাট চালিয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তা করবে না। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার পক্ষেই কাজ করব। বিএনপিকে আবার দেশ গঠনের সুযোগ করে দিতে হবে। সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।”

২৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকারের সভাপতিত্বে এবং বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শিপলু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মজিব প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতা জনী খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক এস এম মোমেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা নূর হোসেন, ২১নং ওয়ার্ড যুবদল নেতা এমারত, ২৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, ১৯নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেনসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২৫নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ মনির, তাহের খন্দকার, মোঃ জামির, মোঃ ইলিয়াছ, মোঃ কামরুল, নূর আলম, মহিউদ্দিন, সুলতান, শহিদ, রিয়াজ উদ্দিন, মামুন, আপন, আনন্দ, তানভীরসহ যুবদলের সাবেক নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর লক্ষনখোলা আল-বায়তুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সিদ্দিকুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট