যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার প্রায় প্রতিটি এলাকায় এখন মাদক কারবারীদের দৌরাত্ম্য চরমে। প্রশাসনের উদাসীনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সীমিত তৎপরতার সুযোগ নিয়ে মাদক ব্যবসায়ীরা রাতারাতি বিপুল অর্থের মালিক হয়ে উঠছে। ফলে পুরো এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটায় উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবক ও সচেতন নাগরিকরা।
গত ৫ আগস্ট স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের পর কিছুদিন আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম শিথিল হয়ে পড়ে। এখনও তারা শতভাগ সক্রিয় হতে না পারায় মাদক সিন্ডিকেটগুলো পুনরায় শক্তিশালী হয়ে উঠেছে—এমন অভিযোগ স্থানীয়দের।
ফতুল্লা রেলস্টেশন, দাপা, পাগলা, চিতাসাল, জলকুড়ি, ভুইঘর, দেলপাড়া, পঞ্চবটি, শিষ মহল, এতিমখানা, মুসলিমনগর, বক্তবলী, লেকপার, মাসদাইর, পতেঙ্গার মোড়, নরসিংপুর, কাশিপুর, ভোলাইল, বাংলাবাজার ও খিলমার্কেটসহ প্রতিটি এলাকায় মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, “মাদকচক্র ভাঙার মতো সক্ষমতা প্রশাসনের আছে বলে মনে হয় না। এভাবে চলতে থাকলে অচিরেই আমাদের তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়বে। আমরা পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারব না।”
তারা আরও জানান, কিছু নামধারী তথাকথিত নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে এসব মাদক ব্যবসা দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মরণনেশা এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে।
প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, “বর্তমান পুলিশ প্রশাসনের একার পক্ষে এ বিপুল মাদকচক্র দমন করা কঠিন। তাই যৌথ বাহিনীর বিশেষ অভিযান ছাড়া এ সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়।”
অভিভাবকসহ সচেতন মহল দ্রুত সময়ের মধ্যে ফতুল্লার প্রতিটি এলাকায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কাম
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত