যুগের নারায়ণগঞ্জ:
জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কিত ব্যাপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত ডিডিএলজি নাইমা ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রোমান, সিনিয়র সহকারী কমিশনার টি, এম.রাহসিন কবির, যুব-উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক হাসিনা মমতাজ, সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক ফিরোজা বেগম ঝুমুর প্রমুখ।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেছেন, গ্রাম আদালত থাকলে পক্ষ পাতিত্ব কম হবে। সঠিক প্রক্রিয়ায় বিচার না হলে পক্ষ পাতিত্বের অভিযোগ আসবে। যার পক্ষে রায় যায় সে খুশি হয় অপর পক্ষ অসন্তুষ্ট হয়। ছোট-খাটো ঘটনা ঘটলে আমরা থানায় চলে যাই। যে বিষয়ে যাই থানাও জানে না এটা গ্রাম আদালতে বিচার করা সম্ভব। ইউপি চেয়ারম্যান হবেন গ্রাম আদালতের বিচারক। তিনি না থাকলে যে মেম্বার যোগ্য বেশী তিনিও গ্রাম আদালতের বিচারক হতে পারবেন। এ ব্যাপারে জন-সচেতনতা সৃষ্টি করতে হবে। গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকার রায় দিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ফর পীচের চেয়ারম্যান আরিফ মিহির, প্রভাত সমাজ কল্যান সংসদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, এছাড়াও বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত