
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মো. আল আমিন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম জালকুড়ি পাওয়ার হাউজের পশ্চিম পাশে খালেদা বেগমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ডিবি সদস্যরা বাড়িটিতে প্রবেশ করে আল আমিনকে আটক করেন। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়া এলাকার বাসিন্দা।
বর্তমানে তিনি জালকুড়ির ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকছিলেন। তার হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আল আমিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগের আরও ছয়টি মামলা রয়েছে।