যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন শুক্রবার (২৮ নভেম্বর) দিনভর এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
দুপুরে মাসদাইর কবরস্থান মসজিদে জুমার নামাজের পর গণসংযোগ শুরু করেন আল আমিন। এরপর মাসদাইর বাজার ও আশেপাশের এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, সমস্যার কথা শোনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।
বিকেলে মাসদাইর পাকাপুল মসজিদ থেকে হেঁটে লিফলেট বিতরণ করে ৭ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণা চালানো হয়। বেকারী মোড়, স্কুলঘর, খানকার মোড়, গাইবান্ধা বাজার, ঘোষের বাগ, গুদারা ঘাটসহ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হয়।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত