যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভায় চারজন নতুন সদস্যকে কো-আপ্ট করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সদস্যরা হলেন মো. আল মেহেদী, মো. রিয়াদ হোসেন, সানজিদা ইসলাম ইলমা ও রাতুল দেওয়ান।
সংগঠনের সম্প্রসারণ ও নেতৃত্ব বিকাশের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা কমিটির নেতারা।
আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন, “নতুন সদস্যরা সংগঠনের কাজকে আরও গতিশীল করবে।”
এছাড়া অভিনন্দন জানান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, অর্থ সম্পাদক এ আর দোলন, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ ও প্রচার সম্পাদক সাকিব হাসান সানি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত