যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় বয়লার রুমে দগ্ধ কয়লা ছিটকে অন্তত ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, “কারখানা থেকে শুরুতে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায় যে, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেবার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা।”
“কয়লা গায়ে ছিটকে পড়লেও আগুন ধরেনি, ফলে তারা আমাদেরকে জানাননি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে”, যোগ করেন ওই কর্মকর্তা।
দগ্ধরা হলেন: তাইজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫), মো. নাহিদ হাসান (২২), ফেরদৌস (৩৫), আতিকুর রহমান (৪২) এবং তোরাব আলী (৫৫)। তাদের মধ্যে তাইজুলের শরীরের ১২ শতাংশ, কামালের ২৬ শতাংশ, নাহিদের ৪০ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ, আতিকুরের ২৭ শতাংশ এবং তোরাবের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।
কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ (এডমিন) আব্দুর রহিম মুঠোফোনে বলেন, “সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উত্তপ্ত কয়লা ছিটকে গায়ে পড়লে সামনে থাকা ছয়জন শ্রমিক দগ্ধ হন। সাথে সাথে তাদের কারখানার তত্ত্বাবধানে হাসপাতালে আনা হয়।”
আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে বলে রাত নটার দিকে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, “ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।”
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত