1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বন্দর নাসিক ২৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর তিনি গণসংযোগ করেন। এসময় স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বাদ আসর শুরু হওয়া এই প্রচার কার্যক্রমটি ২৩ নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। এ সময় মাওলানা মইনুদ্দিন আহমাদ সাধারণ ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন, তাদের অভাব-অভিযোগ শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসিরউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গণসংযোগে অংশ নেন। প্রার্থীকে স্বাগত জানাতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

গণসংযোগে উপস্থিত নেতারা ভোটারদের প্রতি মাওলানা মইনুদ্দিন আহমাদের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসিরউদ্দিন বলেন, “মাওলানা মইনুদ্দিন আহমাদ একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জবাসীর কল্যাণে কাজ করবেন এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর থাকবেন ইনশাআল্লাহ।”

স্থানীয় বাসিন্দারাও প্রার্থীকে কাছে পেয়ে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ সোলায়মান মুন্না, মহানগরী শুরা সদস্য মো. জাকির হোসেন, বন্দর থানা আমীর মাওলানা মুফতি আতিকুর রহমান, থানা নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলামসহ থানার কর্মপরিষদের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট