1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমার কাছে সমান-নয়া ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমাদের কাছে সমান। আমরা সবাইকে সমানভাবে ট্রিট করতে চাই। আমরা কাউকে আইন ভাঙ্গতেও দিবো না, কাউকে আলাদা সুবিধাও দিবো না। নিয়ম যেটা সেটা সবার জন্য সমান। সেটাই আমরা নিশ্চিত করবো। এটাই আমাদের উদ্দেশ্য।”

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হলেও এই শহরে মানুষের সংখ্যা অনেক বেশি। এই ছোট জায়গায় এক কোটির মধ্যে ৭০ ভাগ ভাসমান। তারা এখানে আসে রুজি-রোজগারের জন্য। ছোট জায়গায় বেশি মানুষ হলে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরী হয়। আমরা কতটুকু ভালো রাখতে পারি সেটা চেষ্টা করা দরকার।

ডিসির কাজ হচ্ছে সমন্বয় করা জানিয়ে তিনি বলেন, “ডিসির জন্য আলাদা কোন বরাদ্দ থাকে না। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়। ডিসির কাজ হচ্ছে, ওই বরাদ্দটা ঠিকমতো নিয়ম-নীতি মেনে খরচ হচ্ছে কি না তা নিশ্চিত করা।”

গণভোটের বিষয়ে তিনি বলেন, “নির্বাচন ৫ বছরের জন্য কিন্তু গণভোট ১০০ বছরের একটা পরিকল্পনা নিয়ে। গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাবকে জাতি যদি সমর্থন করে তাহলে এমন একটি সংবিধান পাবো যেটা ন্যায় বিচার নিশ্চিত করবে। আবার কেউ যেন মাথাচাড়া দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে।”

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “আমরা জানি, জেলা প্রশাসক স্বল্প মেয়াদের জন্য এসে আমুল পরিবর্তন করতে পারবেন না। জেলা প্রশাসকের অনেক দায়িত্ব, তিনি সে দায়িত্ব পালন করবেন। সামনে নির্বাচন। আসন্ন নির্বাচনে আমরা জেলা প্রশাসকের নিরেপক্ষ অবস্থান চাই।”

যানজট প্রসঙ্গ তুলে ধরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, “মাথায় যন্ত্রণা থাকলে কোনোকিছুই ভালো লাগে না। সুস্থ্যতা দরকার। নারায়ণগঞ্জ শহর এখন অসুস্থ, বসবাসের অযোগ্য। আমরা সমাধান চাই, কিন্তু পাইনি। রাজনৈতিক নেতাদের সমাধান না করার কারণ আছে। এখন থেকে তাদের আয়ের বিষয় আছে। কিন্তু জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি থাকবে।”

যানজট নিরসনে একটি কমিটি গঠনের প্রস্তাব করে তিনি বলেন, “যদি ৫ থেকে ৭ সদদ্যের একটি কোর কমিটি গঠন করে যানজট নিরসনে প্রতিবেদন দিবে। কিভাবে বঙ্গবন্ধু সড়ক এবং চাষাঢ়া চত্তরটাকে কিভাবে যানজটমুক্ত রাখা যায়, স্বপ্ল উচ্ছেদ করে। যা আগামী একমাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়। তাহলে নারায়ণগঞ্জের মানুষ আপনাকে মনে রাখবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, মো. সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সভাপতি আরিফ আলম নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মজিবুল হক পলাশ, বর্তমান কমিটির কোষাধক্ষ্য আনিসুর রহমান জুয়েল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট