1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :

সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে এক বিধবা নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সোনারগাঁ থানার সভাপতি মোঃ আরিফ মিয়ার বিরুদ্ধে।

গত রোববার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকার মৃত মারফত আলীর স্ত্রী মোসাঃ মুক্তা আক্তার তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকার মোসাঃ মুক্তা আক্তারের স্বামী ৫ বছর আগে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর একই এলাকার মোঃ ইমন আলীর ছেলে, মোঃ আরিফ মিয়া (২৮) বিভিন্ন ভাবে কুপ্রস্তাবসহ রাস্তা-ঘাটে উত্তপ্ত ও ভয়ভিতি দেখিয়ে আসছিল। মুক্তা আক্তার দীর্ঘদিন যাবৎ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জমি সংক্রান্ত জের ধরে গত ১৬ নভেম্বর রোববার দুপুরের সময় আরিফ মিয়া ঘরে গিয়ে কিল-ঘুষিসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। নীলা ফুলা জখমসহ শরীরের কাপর ছিড়ে শ্লীলতাহানি করে। এরপর আরিফ মিয়ার স্ত্রী শাহীনুর বেগম (২৬) ও তার মা আনোয়ারা বেগম (৬৫) মুক্তা আক্তারকে বেধরক লাঠি দিয়ে আঘাত করে এবং গলায় থাকা ১.৫ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী মুক্তা আক্তার বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই আমাকে সে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব ও ভয়ভিতি দেখিয়ে আসছিলো। তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে জমি সংক্রান্তের জের ধরে সে আমাকে মারধর করেছে এবং হত্যার হুমকি দিয়েছে।

এই বিষয়ে তরুণ দলের সভাপতি মোঃ আরিফ মিয়া বলেন, কুপ্রস্তাবের অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি বিএনপি করার কারণে আমার বিরুদ্ধে চক্রান্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমিও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট