যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের রায় উপলক্ষে এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে শহরের চাষাড়া ও মিশনপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের চাষাড়ায় মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হন। পরে মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিশনপাড়া মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নবাব সলিমুল্লাহ সড়ক হয়ে নবাব সিরাজউদ্দৌলা রোড প্রদক্ষিণ শেষে মিশনপাড়া গোলচত্বরে এসে শেষ হয়।
সমাবেশের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমির ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, “বিগত সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের বিনা অপরাধে ফাঁসি দিয়েছে। আমরা যথাযথ বিচার চাইতে পারিনি। সে সময় দেশের অধিকাংশ মানুষ মর্মাহত ছিল এবং আল্লাহর কাছে দোয়া করেছিল এই স্বৈরশাসনের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য।”
তিনি আরও বলেন, “আমাদের বয়োজ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে কারা নির্যাতন চালানো হয়েছে। আমরা ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে বিচার চেয়েছি। কিন্তু আজ দেখা যাচ্ছে চব্বিশের আন্দোলনে ছাত্রদের ওপর গুলি করার নির্দেশদাতা আওয়ামী দোসর সেলিম ওসমান কীভাবে দেশে অবস্থান করছেন? প্রশাসন কী করছে, দেশের জনগণ জানতে চায়।”
তিনি দাবি করেন, “বিভিন্ন স্থানে নাশকতার জন্য সেলিম ওসমান এখনও অর্থের জোগান দেন। অথচ তারা গ্রেফতার হচ্ছেন না। দেশের জনগণ আশা করে দ্রুত তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।”
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন (সঞ্চালক), কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমির মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা আমির আলী আক্কাস রুমন, সদর দক্ষিণ থানা আমির খলিলুর রহমান টিটু, বন্দর উত্তর থানা আমির মুফতি আতিকুর রহমান এবং বন্দর দক্ষিণ থানা আমির মাওলানা আব্দুল হাই জাফরী প্রমুখ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত