
যুগের নারায়ণগঞ্জ:
১৬ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ মিছিলে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত রায়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সম্ভাব্য রায় নিয়ে বিএনপি নেতারা তাদের অবস্থান তুলে ধরেন এবং এ রায় যেন নিরপেক্ষভাবে কার্যকর হয় সে দাবি জানান।
মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. মো. আবু আল–ইউসুফ খান টিপু। শহরের বিভিন্ন অলি–গলি ও প্রধান সড়ক অতিক্রম করে এ মিছিলটি শহরজুড়ে সংকল্প ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহর উত্তাল হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা সম্ভাব্য রায়কে স্বাগত জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও মানবাধিকারের প্রতি আস্থা রেখে তারা রায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তারা দাবি করেন জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে আদালতের রায় বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক অঙ্গন নতুন দিশা পাবে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে। তাই আগামী দিনে যেকোনো রায়কে কেন্দ্র করে যাতে কেউ পরিস্থিতি উত্তেজনাকর না করতে পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকতে হবে। তারা বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, কিন্তু জনগণের নিরাপত্তা নিয়ে কোনও ধরনের ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।