1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

মেয়ের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় কমলা (৪৮) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) দুপুরে সড়ক ও জনপথের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কমলা তার মেয়ে ও দুই নাতনিকে নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় শিমরাইল মোড় থেকে কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বৃদ্ধা কমলা অটোরিকশা থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। সেই মুহূর্তে মেয়ে ও নাতনিদের চোখের সামনেই ঢাকামুখী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও অটোরিকশার দুই চালক পালিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিমরাইল থেকে কাঁচপুর পর্যন্ত ব্যাটারি চালিত এসব অটোরিকশা নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাচল করছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, “মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করছি। তবুও তারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট